Meeting, Conference, Seminar, Workshop, Guidance, Fair, Community Development Programme, Research, Publication, special Day Observation etc.

‘সর্ব ভারতীয় পৌণ্ড্রক্ষত্রিয় সমাজ’ একটি অর্থবর্ষে অনেকগুলি সভার আয়োজন করে থাকে। আগামী দিনে এই সংগঠনের অধীনে আলোচনা সভা, মেলা, কর্মশালা ও নানাধরণের কর্মসূচী অনুষ্ঠিত হবে।

প্রথম সম্মেলন

২০২৪ সালের ২৩ শে জানুয়ারী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত শহরের নপাড়া রাসবিহারী ইন্সটিটিউশন ফর গার্লসে ‘সর্ব ভারতীয় পৌণ্ড্রক্ষত্রিয় সমাজে’র প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক শ্রীস্বপন কুমার মণ্ডল মহাশয় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত ডাক্তারবাবু শ্রীঅরুণোদয় মণ্ডল মহাশয়। এই সম্মেলনে মোট ৬৪ জন পৌণ্ড্রক্ষত্রিয় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষক ও অধ্যাপকরাই ছিলেন অধিক। সুদূর মুম্বাই থেকে শ্রীনির্মলচন্দ্র বিশ্বাস মহাশয় অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ‘পবিত্র পৌণ্ড্রক্ষত্রিয় সংহিতা’ এবং ‘প্রশ্নোত্তরে পৌণ্ড্রক্ষত্রিয় ইতিহাস’ গ্রন্থ দুটি প্রকাশ করা হয়। আগত প্রতিনিধিরা সম্মেলন আয়োজনের এবং মধাহ্ন ভোজনের বিশেষ প্রশংসা করেন।